স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট। ঘোষিত দলে নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকাকে। এছাড়া বিশ্রামে থাকবেন পেসার আলজারি জোসেফও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলা শিমরন হেটমায়ার দলে জায়গা ধরে রেখেছেন। এ বাঁহাতি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন গত ডিসেম্বরে। দলে ফেরানো হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনকে। আকিল হোসেইন, গুড়াকেশ মোতি ও রোস্টন চেজের সঙ্গে ক্যারিবীয়দের স্পিন-শক্তি বাড়াবেন তিনি। ওপেনার ব্র্যান্ডন কিং এখনও চোট কাটিয়ে ফিরতে পারেন নি।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরেছে উইন্ডিজ। আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। দল ঘোষণা করে উইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো একটি শক্তিশালী দলকে মোকাবিলা করা আমাদের জন্য সংগঠিত হওয়া ও গেমপ্ল্যানে পুনরায় মনযোগ দেয়ার সুযোগ। কিছুদিন আগেই আমরা তাদের বিপক্ষে খেলেছি, মিশ্র ফল পেয়েছিলাম।’
দক্ষিণ আফ্রিকা সিরিজে উইন্ডিজ দল–
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, ও রোমারিও শেফার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০