স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ১৩ বছর পর টেস্ট ক্রিকেট ফিরল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচের প্রথম দিনেই আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ ১৬০ রানেই। জবাব দিতে নামা ক্যারিবিয়ানরা দিন শেষ করে ৭ উইকেটে ৯৭ রান নিয়ে।
বোলারদের আগুন ঝরানো পিচে প্রথম দিনই পড়ল ১৭ উইকেট। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে সেরা উইন্ডিজের পেসার শামার জোসেফ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতিয়ে হইচই ফেলে দেওয়া শামার গায়ানারই ছেলে। আর নিজের দেশের মাটিতে খেলা প্রথম টেস্টে শুরু থেকেই ছিলেন ছন্দে। ৩ উইকেট আরেক পেসার জেডেন সিলসের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। জোসেফের পেসের সামনে অসহায় হয়ে পড়ে সফরকারীরা। ২০ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর একটু লড়াই করার চেষ্টা করেছিলেন ত্রিস্টান স্টাবস (২৬), ডেভিড বেডিংহাম (২৮) আর কাইল ভেরেন (২১)। তবে তারাও ইনিংস বড় করতে পারেননি। একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।
শেষ পর্যন্ত দশম উইকেটে হাল ধরেন ড্যান পিট আর নান্দ্রে বার্গার। তাদের জুটিতেই বড় লজ্জা কাটায় দক্ষিণ আফ্রিকা। অবশেষে এই জুটিটি ভাঙেন গুদাকেশ মোতি, বার্গারকে ২৩ রানে এলবিডব্লিউ করে। ৩৮ রানে অপরাজিত থাকেন ড্যান পিট। জবাব দিতে নামা ক্যারিবিয়ান শিবিরে শুরুতে আঘাত হানেন প্রোটিয়া পেসার বার্গার। বাঁহাতি পেসে দ্বিতীয় ওভারেই তিনি ফেরান মিকাইল লুইসকে। এরপর উইয়ান মাল্ডারও আঘাত হানা শুরু করলে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এক সময় স্কোরবোর্ড পরিণত হয় ৫৬ রান, ৬ উইকেটে! শেষ দিকে মোতিকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জেসন হোল্ডার। দিনের শেষ বেলায় মোতি কেশব মহারাজের বলে এলবিডব্লু হলে সেখানেই দিনের খেলা বন্ধ করা হয়। হোল্ডার অপরাজিত ৫১ বলে ৩৩ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০