উইম্বলডনের চ্যাম্পিয়ন ভন্দ্রোউসোভা

0
205

স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনের নারী এককের চ্যাম্পিয়ন হয়েছেন মার্কেতা ভন্দ্রোউসোভা। ওন্স জাবেরকে দুর্দান্তভাবে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন চেক রিপাবলিকের ভন্দ্রোউসোভা।

সেন্টার কোর্টে শনিবার নারী এককের ফাইনালে সরাসরি সেটে দারুণ পারফর্ম করেছেন ভন্দ্রোউসোভা। দেড় ঘণ্টার লড়াইয়ে ম্যাচটি জিতেছেন ৬-৪, ৬-৪ গেমে। র‍্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে থাকা ভন্দ্রোউসোভা সবাইকে অবাক করে দিয়ে জিতেছেন ট্রফি।

যেখানে ফাইনালে প্রতিপক্ষ ছিল ফেবারিট। তবে টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ সব চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত ফাইনালে খেলেছেন তিনি। এবং শিরোপাও জিতলেন। টেনিসের উন্মুক্ত যুগে এই প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে ট্রফি জিতলেন তিনি।

২৪ বছর বয়সী ভন্দ্রোউসোভা এর আগে মাত্র একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছিলেন। আর সেটা ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেই ফাইনালে কোনো প্রতিরোধ গড়তে পারেননি। একেবারে সরাসরি সেটে হেরে যান। তবে এবার সেই সরাসরি সেটে জিতেই শিরোপা উৎসব করলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here