স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনের ফাইনালে খেলা নিশ্চিত করলেন কার্লোস আলকারাস। টেনিস বিশ্বের বর্তমান নাম্বার ওয়ান তারকা সেমি ফাইনালে দানিল মেদভেদেভকে গুঁড়িয়ে দিয়েছেন। ম্যাচে এক আধিপত্য দেখিয়ে টুর্নামেন্টে সবশেষ ধাপ ফাইনালের জন্য সেরা দুইয়ে নিজেকে নিয়ে গেছেন আলকারাস।
শুক্রবার সেন্টার কোর্টে প্রথম দুই সেট দাপটের সঙ্গে জিতে নেন আলকারাস। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মেদভেদেভ। তবে ম্যাচ খানিকটা জমিয়ে তুললেও, র্যাঙ্কিংয়ের তিনে থাকা এই খেলোয়াড় শেষ পর্যন্ত জিততে পারেননি সেই সেটে।
যার ফলে টানা তিন সেটে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন আলকারাস। স্প্যানিশ তারকা নাম লেখান ফাইনালে। ২০ বছর বয়সী আলকারাস এই নিয়ে দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠলেন। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন দিয়ে প্রথমবার ফাইনালে ওঠেই শিরোপা জিতেছিলেন।
আগামী ১৬ জুলাই, রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আলকারাসের প্রতিপক্ষে টেনিস বিশ্বের সুপারস্টার নোভাক জোকোভিচ। আলকারাস টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে খেলবেন। এছাড়া তৃতীয় স্প্যানিশ ক্রিকেটার হিসেবে উইম্বলডনের পুরুষ এককে ফাইনালে খেলবেন তিনি।
এর আগে প্রথম সেমি ফাইনালে ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে একপেশে লড়াইয়ে হারিয়ে ফাইনালে ওঠেছেন টেনিস পুরুষ এককের সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচও। উইম্বলডনের টানা ৫ শিরোপা ও টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ শিরোপায় রজার ফেদেরার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এই সার্বিয়ান তারকার সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা