স্পোর্টস ডেস্কঃ উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। সরাসরি সেটে এই স্প্যানিশ তারকা হারিয়েছেন ২১তম বাছাই নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডস্কুপকে। চতুর্থ রাউন্ডের ম্যাচটি নাদাল জিতলেন ৬-৪, ৬-২, ৭-৬ গেমে। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবন আমেরিকার টেলর ফ্রিৎজের বিরুদ্ধে।
শুরুতে কিছুটা চাপে পড়লেও, পরে নিজের ছন্দ ফিরে পান নাদাল। প্রথম দুই সেট ৬-৪ ও ৬-২ গেমে জিতেন তিনি। তৃতীয় সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৭-৬ (৮-৬) গেমে জিতেন টেনিসের সফলতম এই তারকা।
ম্যাচ শেষে নাদাল বলেন, ‘জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু শেষ সেটে দারুণ লড়াই করে জান্ডস্কুপ। তবে আমি হাল ছাড়িনি। জয় পেতে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত তাই হয়েছে। এখন লক্ষ্য পরের ম্যাচ।’
আগামীকাল শেষ আটের ম্যাচে লড়বেন নাদাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০