স্পোর্টস ডেস্কঃ চোট থেকে সেরে ওঠেন নি। তাই সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল। শুধু এই টুর্নামেন্ট নয়, উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে শিগগিরই কোর্টে দেখা যায় নি তাঁকে। উইম্বলডন আগামী ৩ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।
গত জানুয়ারিতে খেলতে গিয়ে নিতম্বে চোট পান নাদাল। এরপর থেকে কোর্টের বাইরে আছেন তিনি। গত সপ্তাহে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলার জন্য গত কিছুদিনে অনুশীলন চালিয়ে গেছেন তিনি। তবে টুর্নামেন্ট খেলার জন্য তা যথেষ্ট হয় নি। তাই নিজেকে সরিয়ে নেন আসর থেকে।
সংবাদ সম্মেলনে অবসরের প্রসঙ্গে নাদাল বলেন, ‘আমি জানি না, আমাকে আমার স্পোর্টস ক্যারিয়ার অসম্পূর্ণ রাখতে হবে কি না। তবে আমি আমার শরীরকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। যখন আমি প্রস্তুত বোধ করব, আমি আবার শুরু করব। ডেভিড কাপে খেলার চেষ্টা করব এবং ২০২৪ সালের জন্য প্রস্তুত হব, যা আমার ক্যারিয়ারের শেষ বছর হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post