স্পোর্টস ডেস্কঃ অভিজ্ঞ নোভাক জোকোভিচকে হারিয়ে এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। সেন্টার কোর্টে রোববারের ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জেতেন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা। ২০ বছর বয়সী আলকারাজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এটি। গত বছর ইউএস ওপেন দিয়ে জেতেন নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
দ্বিতীয় স্প্যানিশ হিসেবে উইম্বলডন জয়ের কীর্তি গড়লেন আলকারাজ। ফাইনালে জোকোভিচের সঙ্গে তার লড়তে হয়েছে ৪ ঘণ্টা ৪২ মিনিট। ফাইনালে জোকোভিচ ছিলেন পরিষ্কার ফেভারিট। এখানে সাতবারের চ্যাম্পিয়ন তিনি, ফাইনালের আগে এখানে জিতেছেন টানা ৩৪ ম্যাচ, সেন্টার কোর্টে জয় টানা ৪৪ ম্যাচে। এমন রেকর্ডের ঢালি নিয়ে কোর্টে নেমেও শিরোপা জেতা হলো সার্বিয়া এই তারকার।
এদিকে ম্যাচ দেখতে আসা স্পেনের রাজাকে ধন্যবাদ দিয়েছেন আলকারাজ। বলেছেন, ‘এটা বিশেষ কিছু। এভাবে আপনার সামনে খেলতে পারা, আমাকে সমর্থন দিতে আসায় আমি গর্বিত। আমি দুটি গ্র্যান্ডস্লামই জিতেছি আপনার সামনে। আশা করছি সামনে আরও বেশি আপনাকে পাবো।’
এর আগে শিরোপা লড়াইয়ে শুরুটা দারুণ করেন জোকোভিচ। এরপরই আলকারাজ ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকে। সেখানে শুরুতে ৩-০তে এগিয়ে যান দ্বিতীয় বাছাই জোকোভিচ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেট নিজের করে নেন আলকারাস। তৃতীয় সেটে শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন তিনি। পরে আরও একবার, শেষ পর্যন্ত তিনি অনায়াসেই জেতেন এই সেট। এরপর জোকোভিচ আশা বাঁচিয়ে রাখেন চতুর্থ সেট ঞ্জিতে। কিন্তু শেষ সেটে তাকে আরেকবার হারিয়ে দেন আলকারাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০