স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছিলো উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি গড়েছিলো ইতিহাস। তবে এবার বড় দলের বিপক্ষে খেলতে নেমেই ব্যবধান বুঝলো দলটি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে উগান্ডাকে।
ঘরের মাঠে আগে ব্যাট করা ক্যারিবিয়ানরা ১৭৩ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা উগান্ডা মাত্র ৩৯ রানেই গুটিয়ে গেছে।
গায়ানায় টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস আর আন্দ্রে রাসেলদের ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছিলো। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার জনসন চার্লস। চার চার ও দুই ছয়ে সাজানো ছিলো তার ৪২ বলের ইনিংসটি। ছয় চারে ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানে অরাপিজত থাকেন আন্দ্রে রাসেল। ২৩ রান করেন রভম্যান পাওয়েল।
উগান্ডার হয়ে বিরান মাসাবা ২টি উইকেট লাভ করেন।
১৭৪ রানের লক্ষ্যে খেলতে নামা উগান্ডা ক্যারিবিয়ানদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। একজন ব্যাটার পেরুতে পারেন এক অঙ্কের কোটা। ইনিংস সর্বোচ্চ ১৩ রান করেন জুমা মিয়াগি। আকিল হোসেনের বোলিং তোপে ১২ ওভারে ৩৯ রানে গুটিয়ে যায় দলটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ৫টি ও আলজারি জোসেপ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post