স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বমঞ্চে পা রাখে উগান্ডা। আর সেই দলের নেতৃত্বে ছিলেন ব্রায়ান মাসাবা। তার অধীনে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই জয়ও পায় দলটি। গ্রুপ পর্বে পাপুয়া নিউ গিনিকে হারায় উগান্ডা। যদিও বাকি ম্যাচগুলোতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের কাছে হেরে যায়। তবুও বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকছে দেশটির জন্য।
তবে বিশ্বকাপ শেষ হতেই উগান্ডা দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাসাবা। একইসাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার। উগান্ডার লুগোগোতে বিশ্বকাপ শেষে দলের এক মিটিংয়ে এই ঘোষণা দেন মাসাবা নিজে।
এতে করে উগান্ডাকে দীর্ঘ ৫ বছর নেতৃত্ব দেওয়ার ইতি টানলেন মাসাবা। ২০১৮ সালে নেতৃত্ব পেয়েছিলেন আনুষ্ঠানিকভাবে। সব মিলিয়ে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দলকে। বিশ্বকাপের আগ মূহুর্তে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভাঙার আগে মাসাবাই ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক। বর্তমানে ক্যারিয়ার শেষ করছেন অধিনায়ক হিসেবে নামের পাশে ৪৫ জয় নিয়ে। ২০১৮ সালে নেতৃত্ব পাওয়ার আগে ৭ বছর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন মাসাবা।
৩২ বছর বয়সী মাসাবা টি-টোয়েন্টিতে ক্যারিয়ার শেষ করছেন ৬৩ ম্যাচ খেলে। ২৭ ইনিংসে বল করে ২৪ উইকেট শিকার করেছেন মাসবা। ব্যাট হাতে ৩৯ ইনিংসে করেছেন ৪৩৯ রান। এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে বোলিং করে ৫ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post