নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের ফাইনাল খেলতে ভারতীয় দল আহমেদাবাদে আসার পর দুই দিন ধরেই স্টেডিয়ামের পাশে দিন-রাত স্লোগানের পর স্লোগান দিয়েছেন সমর্থকরা। শত শত লোক ভীড় করছে। সবাই ট্রফির স্বপ্নে বিভোর। দেশজুড়ে বয়ে যাচ্ছে উত্তেজনা। বিশ্বকাপে এখনও অপরাজিত দল ভারত।
অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বে টানা দুই হারে তাদের সেমি ফাইনাল খেলার আশাই ছেড়ে দিয়েছিলেন অনেকে। এরপর অবশ্য ধারাবাহিক পারফর্ম করেই তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। এদিকে শিরোপার জন্য ফাইনালের আগে সমগ্র ভারতে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
ভারতের ক্রিকেট সমর্থকদের অনেকে স্থানীয় মন্দিরে গিয়ে, আবার কেউ কেউ নিজ এলাকাতে প্রার্থনা সভার আয়োজন করেন। এ সময় ভারতীয় দলের ছবি, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে অগ্নিপূজা করতে দেখা যায়। বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজস্থানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত–কোহলিদের জয় কামনায় মোদি প্রার্থনা করতে যান সেখানকার বীর তেজাজি মন্দিরে।
আজ আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার আসনের সর্ববৃহৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। যদিও অস্ট্রেলিয়ার এই যাত্রা সুখকর ছিল না। হার দিয়ে আসর শুরু হলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস এবারের বিশ্বকাপের তো বটেই ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা। প্রথম দুই ম্যাচ পরাজয়ের পর গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া।
সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্ট তারা জিততে পারেনি। এ কারণে এবারের ফাইনাল নিয়ে উন্মাদনাও বাড়ছে। টুর্নামেন্টে ভারত এখনো হারেনি। লিগপর্বে ৯ ম্যাচ, সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত।
Discussion about this post