স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে ওয়েস্ট হামকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের দুই মিনিটের মাথায় এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। দুইদিন আগে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই ইংলিশ মিডফন্ডার ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে। এবার ফোডেন গোল করেন জেরেমি ডোকুর পাস থেকে। প্রথমার্ধের শেষ দিকে গোলের ব্যবধান কমায় আর্সেনাল। মোহাম্মদ কুদুসের গোলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা। তবে ম্যাচের ৫৯ মিনিটে সিলভার বাড়ানো বলে ডি বক্সের ভেতর শট নিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান আরো বাড়ান রদ্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলেই জেতে সিটি।
এ নিয়ে টানা চতুর্থবার ইংল্যান্ডের শীর্ষস্তরে কোনো দল টানা চার মৌসুমে ট্রফি জিতল। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি আছে। সবমিলিয়ে এটি সিটির দশম লিগ শিরোপা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভাষা হারিয়ে ফেলেন ফোডেন। এই তারকা বলেন, ‘আমরা আজ যেটা করেছি, সেটা ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। কোনো দল কখনই এটা (টানা চার লিগ শিরোপা জয়) পারেনি। ইতিহাসের বইয়ে নিজেদের নাম তুলেছি আমরা। আপনারা দেখছেন, এ মুহূর্তে সমর্থকদের কাছে এবং আমাদের খেলোয়াড়, যারা বছর জুড়ে পরিশ্রম করেছে, তাদের কাছে এর অর্থ কী। সমর্থকদের সাথে ভাগাভাগি করা বিশেষ মুহূর্ত এটি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post