স্পোর্টস ডেস্ক:: ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটকে শাসন করছেন রীতিমতো। দুর্দান্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন। প্রোটিয়া কিংবদন্তী হাশিম আমলা, ভারতের বিরাট কোহলি, ভিব রিচার্ডসদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাবর।
দ্রুততম সময়ে ৫০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন পাকিস্তান অধিনায়ক। ৫হাজার রান ছুঁতে হাশিম আমলা খেলে ছিলেন ১০১ ইনিংস। এতোদিন তিনিই ছিলেন সবার শীর্ষে। ১০০ ইনিংসের নিচে আর কেউ পারেননি ৫ হাজার রান করতে। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক ১৯ রান তুলেই সেই ‘রেকর্ড’ ছুঁয়েছেন। ৫০০০ রানা করতে তার লেগেছে মাত্র ৯৭ ইনিংস।
হাশিম আমলার পরে ছিলেন ভারতের বিরাট কোহলি। ১১৪ ইনিংসে তিনি ওয়ানডেতে ৫ হাজার রান করেছিলেন। তার সঙ্গে ছিলেন ভিভ রিচার্ডস। তিনিও ১১৪ ইনিংসে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছে ছিলেন। ১১৫ ইনিংস লেগেছিলে ডেভিড ওয়ার্নারের।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। ইতিমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করছে দলটি। বাবর আজম এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ রানে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post