উড়তে থাকা মেসি এবার সতীর্থদের দিয়ে গোল করালেন

0
87

স্পোর্টস ডেস্ক:: পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই রীতিমতো উড়ছিলেন মেসি। প্রতি ম্যাচেই গোল করছিলেন, ইন্টার মায়ামিকে একটি শিরোপা জিতিয়েছেন, আরেকটি শিরোপার মঞ্চে ফাইনালে নিয়েছেন। টানা গোল করতে থাকা বিশ্বকাপ জয়ী তারকাকে অবশেষে থামিয়ে ছিলো নাশভিল।

মেজর লিগে নাশভিলের বিপক্ষে ম্যাচে মেসি গোল করতে পারেননি, তাই জিতেনি দলও। গোল শুন্য সমতায় ম্যাচটি শেষ করতে হয়েছিলো মায়ামিকে। গোল করতে না পারা মেসি সেই ম্যাচে অ্যাসিস্টও করতে পারেননি। এর আগের নয় ম্যাচে তার গোল ছিল ১১টি। প্রতিটি ম্যাচেই গোল করেছেন। অ্যাসিস্ট করেছিলেন তিনটি।

নাশভিলের বিপক্ষে গোল করতে আটকে যাওয়া মেসি এবার লস অ্যাঞ্জেলসের সঙ্গেও গোল করতে পারেননি। তবে এবার সতীর্থদের দিয়ে দু’টি গোল করিয়েছেন, জিতিয়েছেন দলকে। তাতে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টের সংখ্যা হলো পাঁচটি। মায়ামি লস অ্যাঞ্জেলসকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যাওয়ার পর থেকে টানা গোল করছিলেন মেসি। তবে শেষ দুই ম্যাচে গোল করতে পারেনি।

আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন নিয়মিতই। আগের ম্যাচে নাশভিলের বিপক্ষে মেসির অ্যাসিস্ট থেকে করা গোলে হার এরিয়ে ছিলো মায়ামি। এবার তার জোড়া অ্যাসিস্ট গোলে জিতলো দল।

ম্যাচের ১৪তম মিনিটে ফ্যাকুন্ডো ফারিয়াসের গোলে লিড নেয় ইন্টার মায়ামি। শুরুতেই পাওয়া এই লিড প্রথমার্ধ পর্যন্ত ধরে রাখে মেসির দল। ১-০ গোলে পিছিয়ে থেকেই তাই বিরতিতে যেতে হয় লস অ্যাঞ্জেলসকে।

বিরতির পরপরই জ্বলে উঠেন মেসি। ৫১তম মিনিটে গোল করান সতীর্থ জর্দি আলবাকে দিয়ে। তাতে ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। পিছিয়ে পড়া লস ‌ অ্যালঞ্জেলস ম্যাচে ফেরার কোনো সুযোগই পাচ্ছিলো না। ম্যাচের নিয়ন্ত্রণ রেখে খেলছিলো দলটি।

ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে আবারো অ্যাসিস্ট করেন মায়ামি অধিনায়ক মেসি। এবার গোল করান ম্যাচের ৭৪তম মিনিটে বদলী নামা লিওনার্দো ক্যাম্পানাকে দিয়ে। ইন্টার মায়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

শেষ দিকে শান্ত্বনার একটি গোলের দেখা পায় লস অ্যাঞ্জেলস। ম্যাচের অন্তিম সময়ে ৯০তম মিনিটে রায়ান হলিংসহেডের গোলে ম্যাচের ব্যবধান ৩-১ করে দলটি। শেষ পর্যন্ত তাই মেসিরা বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here