নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের শুরু থেকেই জয়রথে ছিলো রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে এক প্রকার অপ্রতিদ্বন্ধী হয়ে উঠেছিলো নুরুল হাসান সোহানের দল। সাগরিকায় অবশেষে থামলো তাদের জয়রথ। তাসকিন আহমদের দুর্বার রাজশাহী থামিয়ে দিয়েছে রাইডার্সদের জয়ের মিছিল। নবম ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো রাইডার্সরা। ২৪ রানের ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করা দুর্বার রাজশাহী ইয়াসির, সাব্বির, বিজয়দের ব্যাটে চড়ে ১৭০ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা রংপুর রাইডার্স রায়ান বার্লের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের চার বল বাকী থাকতে অলআউট হয়েছে ১৪৬ রানে।
টস হেরে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহী ইয়াসির আলী রাব্বির হাফ সেঞ্চুরির সঙ্গে সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়ের দায়িত্বশীল ইনিংসে ৯ উইকেটে ১৭০ রানের লড়াকু পূঁজি পেয়ে যায়। ৩১ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইয়াসির। ছয় ছক্কার সঙ্গে হাঁকান দু’টি বাউন্ডারিও। চার চার ও তিন ছক্কায় ১৯ বলে ৩৯ রান করেন সাব্বির হোসেন। ৩১ বলে দুই বাউন্ডারিতে ২৪ রান করেন বিজয়। ১৯ রান আসে ওপেনার হারিসের ব্যাট থেকে।
রংপুরের হয়ে আকিফ জাবেদ ও খুশদিল শাহ তিনটি করে উইকেট লাভ করেন।
১৭১ রানের টার্গেট খেলতে নামা রংপুর রাইডার্স শুরু করে উইকেট হারিয়ে। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো দলটি দলীয় ১৫ রানেই হারিয়ে ফেলে পরপর দুই উইকেট। দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া রাইডার্সলা আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাট হাতে কিছুটা লড়াই করলেও সুবিধা করতে পারেননি। ৪১ রান করেন তিনি। ২৬ বলের ইনিংসে দুই ছক্কা ও চারটি চার হাঁকিয়েছেন তিনি। তিনে নামা সাইফ হাসানের ৪৩ রানও কাজে আসেনি দলের। ২৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন পাঁচ চার ও দুই ছক্কায়। ১৪ বলে ২৩ রান করেছেন সাইফুদ্দিন। রায়ান বার্লের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় দলটি।
রাজশাহীর হয়ে রায়ান বার্ল চারটি, তাসকিন ও মেহরাব দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০