স্পোর্টস ডেস্ক:: লা লিগায় রীতিমতো উড়ছিলো বার্সেলোনা। শিরোপা অনেকটা তাদের হাতের মুঠোয়। সেই বার্সাকে জিততে দিলো না টেবিল তলানির দল জিরোনা। শিরোপার মিশনে থাকা দলটি সবশেষ চার ম্যাচ জিতলেও পঞ্চম ম্যাচে এসে জয় পায়নি। জিরোনার সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে।
রাতের ম্যাচে জিরোনা আটকে দিয়েছে বার্সাকে। ফাতি-গাভিরা জালের দেখা পায়নি প্রতিপক্ষের। ক্যাম্প ন্যুতেই বার্সেলোনা জয় বঞ্চিত থাকলো। রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বড় করার সুযোগ হাতছাড়া করলো।
ম্যাচের শুরু থেকেই জাভির দল গোল আদায়ের চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ মিস করে তারা। জিরোনাও গোল আদায় করতে পারেনি। তবে নিজেদের রক্ষণ আগলে রাখে দলটি। প্রথমার্ধ তাই শেষ হয় গোল শুন্য সমতায়।
বল দখলের লড়াইয়ে বার্সা কিছুটা এগিয়ে ছিলো। ৫৯ শতাংশ সময় বল ছিলো বার্সেলোনার নিয়ন্ত্রণে। পাসিংয়েও এগিয়ে ছিলো জাভির দল। বার্সার ৫১১ পাসের বিপরীতে জিরোনার পাস ছিলো ৩৬৫টি। গোল আদায়ে ব্যর্থ হওয়া বার্সেলোনাকে তাই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে মাঠ ছাড়তে হয়ে পয়েন্ট হারিয়ে।
২৮ ম্যাচে ২৩ জয়ে ৭২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ১৮ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০