স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তবে হেডিংলিতে আজ অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা। রোববার স্বাগতিকদের জয়ের নায়ক হ্যারি ব্রুক। দারুণ এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়েন দেন এই ব্যাটার। শেষদিকে দারুণ ব্যাট করে ইংলিশদের জয় এনে দেন ক্রিস ওকস ও মার্ক উড।
সিরিজের তৃতীয় টেস্টে ২৫১ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। ৯৩ বলে ৯ চারে ৭৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের নায়ক ব্রুক। শেষদিকে ওকস ৪৭ বলে ৩২ রানের ইনিংসে ইংলিশদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্রুকের সঙ্গে সপ্তম উইকেটে তার ৭৩ বলে ৫৯ রানের ইনিংসই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। উড অপরাজিত থাকেন ৮ বলে ১৬ রান করে।
ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করা উড জিতেছেন সেরার পুরষ্কার। ম্যাচ শেষে এই ক্রিকেটারের প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ছয় মাসেরও বেশি সময় পর টেস্টে ফিরেন উড। স্টোকসের মতে, ম্যাচের বাঁক বদলে দিয়েছেন তিনি। স্টোকস বলেন, ‘ঘণ্টায় ৯৫ মাইল গতির বোলার পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। তার (উড) ব্যাটিং তো বাড়তি কিছু। ৮ বলে ২৪ রানের ইনিংস ম্যাচে অনেক পার্থক্য গড়ে দিয়েছে। সবসময় এমনটা হয় না তবে এটাই ম্যাচ জিততে হতে অনেক সাহায্য করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০