উত্তাপের টেস্টে বৃষ্টির ভাগড়া!

    0
    23

    স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে রোমাঞ্চকর লড়াই হবে। ক্রিকেট প্রেমীরা যেমন এমন আশা করছেন ঠিক তেমনটাই জানালেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকু। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানালেন টেস্টটি হবে উত্তেজনার, রোমাঞ্চকর।

    আর স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমতো বলেই দিয়েছেন এই ম্যাচে কোন ছাড় নয়। প্রথম টেস্টের মত কোন সুযোগ এলে তারা হাতছাড়া করবেন না। বুঝাই যাচ্ছে কতটা উত্তেজনার দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

    তবে উত্তেজনা আর উত্তাপের দ্বিতীয় টেস্টটিতে ভাগড়া দিচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে শতীল হয়ে যেতে পারে ঢাকা টেস্টের সব উত্তেজনা।

    ম্যাচ নিয়ে স্বাগতিক ও সফরকারী দলে দারুণ উত্তাপ জাগলেও তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি! মিরপুরে আজ বৃহস্পতিবা) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কখনো হালকা কখনও ভারী বর্ষণ হয়েছে। বিকেলেই পুরো মাঠ ত্রিপলে ঢেকে ফেলেন মাঠকর্মীরা। সকালেও বৃষ্টি হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে আজকের চেয়ে একটু কম। সোমবার পর্যন্ত আছে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্নিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাব ঢাকা টেস্টে প্রভাব ফেলবে বলেই মনে হচ্ছে।

    তবে বৃষ্টি চিন্তা মাথায় রেখেই প্রস্তুুতি সেরে রাখছে বাংলাদেশ দল। দলীয় সূত্রে জানা গেছে, কাল দুই পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল না এলে কালই শুভাশিষ রায়ের মাথায় উঠতে যাচ্ছে টেস্ট ক্যাপ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শফিউল ইসলামের জায়গায় অন্তর্ভুক্ত হন শুভাশিষ। একাদশের অপর পেসার কামরুল ইসলাম রাব্বি।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here