উত্তাপের ফাইনাল আজ

    0
    23

    নিজস্ব প্রতিবেদক: শিরোনামটা দেখে চমকে উঠতেই পারেন। উত্তাপ আর ফাইনাল আবার কিসের। হ্যাঁ আজ ইংল্যান্ড-বাংলাদেশের সিরিজের শেষ ওয়ানডেটি বিভিন্ন কারণে উত্তাপের ম্যাচ, ফাইনালের ম্যাচ।

    ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ এখন সমতায়। আজ যে দলই জিতবে তারাই সিরিজ জয়ী। এক অর্থে সিরিজের ফাইনাল ম্যাচ। আর উত্তাপটা হলো দুই রকমেরই। মাঠের লড়াইয়ের উত্তাপ, মাঠের লড়াইয়ের বাইরে ব্যক্তিগত উত্তাপ।

    দ্বিতীয় ম্যাচে জস বাটলারে আউট বির্তক, ম্যাচ শেষে তামিম বেন স্টোকস বাকবিতন্ডার ব্যক্তিগত উত্তাপটা আজ মাঠেই ছড়াতে পারে। এরই মধ্যে জস বাটলারের আজ হওয়া পর বা ইংল্যান্ডের ব্যাটসম্যান আউট হওয়ার উদযাপন না করার প্রস্তাব উঠেছে। এই দিকে যেমন উত্তাপ, আছে অন্য দিকেও।

    সমতায় থাকা সিরিজটা আজ দারুণ লড়াইয়ে দু’দলই চাইবে নিজেদের করে নিতে। আজকে যে দল জিতবেই তারাই সিরিজ জয়ী। বাংলাদেশের বেলায় তা একটু অন্য রকমই।

    আজ জিতলে প্রথম বারের মত দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ড বধের ইতিহাস লেখা হবে। ক্রিকেট পরাশক্তিদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার ইংল্যান্ড বধের পালা।

    সেই সাথে আজকের মাত্র একটি জয় ঘরের মাঠা সিরিজ জয়ের জয়রথ থাকবে অব্যাহত। বাংলাদেশ হোম কন্ডিশনে জিতবে টানা সপ্তম সিরিজ।

    মাশরাফিদের অনন্য এই জয়ের পথে আশার আলো ছড়াচ্ছে ‘লাকি’ ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত রেকর্ড। এই মাঠে গত তিন ওয়ানডের একটিও হারেনি মাশরাফি বাহিনী।

    ২০১১ সালের ১১ মার্চ এই মাঠে এই ইংল্যান্ডের বিপক্ষেই ২ উইকেটের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো ইংলিশদের হারের লজ্জা দিয়েছিল বাংলাদেশ।

    এই মাঠেই ২০১৫ সালের জুলাইয়ে তিন ম্যাচ সিরিজের শেষটিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দলটির বিপক্ষে সিরিজ জয়ের শেষ হাসি হেসেছিল টাইগাররা।

    আজ বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটিতে তাই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশই ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নামছে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here