স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে উত্তেজনাকর দুটি আলাদা ম্যাচে জয় পেয়েছে ভ্যানকুভার নাইটস ও ব্র্যাম্পটন উলভস। শেষ বলে জয় নিশ্চিত করা ভ্যানকুভার পেয়েছে ৫ উইকেটে জয় আর ব্র্যাম্পটন নিশ্চিত করেছে ১ উইকেটের জয়।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে ক্রিস গেইলের ৬১ ও আজম খানের ৬৪ রানের ইনিংসে ভর করে ১৫৮ রানের সংগ্রহ পায় মিসসসাউগা প্যান্থার্স।
ভ্যানকুভারের হয়ে করবিন বশ ২৩ রানে নেন ২ উইকেট।
১৫৯ রানের জবাবে খেলতে নেমে শেষ বলে জয় নিশ্চিত করে ভ্যানকোভার। হার্শ থাকেরের ৭৯ রানের পাশাপাশি অধিনায়ক রসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে আসে ৩১ রান। এছাড়াও পাকিস্তানি ব্যাটার ফখর জামান করেন ২৩ রান।
ভারতীয় পেসার প্রবীন কুমার ২৯ রানে নেন ২ উইকেট।
অপর ম্যাচে টরেন্টো ন্যাশন্যালসের বিপক্ষে ১ বল আগে জয় নিশ্চিত করে ব্র্যাম্পটনের উলভস। নিকোলাস কির্টনের হাফ সেঞ্চুরি ও হামজা তারিকের ২৩ এবং কলিন মুনরোর ২৪ রানে ভর করে ১৪২ রানের সংগ্রহ পায় টরেন্টো।
ব্র্যাম্পটনের হয়ে ৩ উইকেট নেন লোগান ভ্যান বিক।
১৪৩ রানের জবাবে খেলতে নেমে জামান খান, শহীদ আফ্রিদি ও ফাহিম আশরাফের বোলিং তোপের কারণে জয় পাওয়াটা কঠিন হয়ে ওঠে ব্র্যাম্পটনের জন্য। পাকিস্তানি ব্যাটার হোসেইন তালাতের ৪৪ রানে ভর করে এগিয়ে যায় ব্র্যাম্পটন। এছাড়াও রিজওয়ান চিমার ৩৫ ও মার্ক চ্যাপম্যানের ২১ রানে জয় নিশ্চিত করে ব্র্যাম্পটন উলভস। একেবারে শেষ বলে জয় নিশ্চিত করেন ফ্রাইলিঙ্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা