উত্তেজনা ছড়িয়ে হারলো উইন্ডিজ, প্যাটেল ঝড়ে সিরিজ ভারতের

0
25

স্পোর্টস ডেস্ক:: দারুণ উত্তেজনা ছড়ানো এক ম্যাচ। শেষ ওভারে গড়ানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। তবে শেষ পর্যন্ত উত্তেজনাই ছড়িয়েছে। সফরকারী ভারত জিতেছে অক্ষর প্যাটেলের ঝড়ে। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন পড়ে ভারতের। প্রথম তিন বলে আসে মাত্র দুই রান। শেষ তিন বলে যখন ৬ রানের প্রয়োজন, কাইল মায়ার্সকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন প্যাটেল।

দুই উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে শিখর ধাওয়ানের দল। ২-০ ব্যবধানে ভারত জিতে নিলো ওয়ানডে সিরিজ। আগে ব্যাট করা উইন্ডিজ শততম ম্যাচে শাই হোপের শতকে ৬ উইকেটে ৩১১ রান তুলে। জবাবে খেলতে নামা ভারত দুই বল ও দুই উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন।

যদিও ভারতের ইনিংসে আরো দু’টি ফিফটি এসেছে, তবে শেষ দিকে উইকেট হারাতে থাকা দলের এক প্রান্ত আগলে রেখে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মূল কাজটা করেছেন প্যাটেলই।

৩১২ রানের টার্গেটে খেলতে নামা সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিলো ১৫ রানের। দলের প্রয়োজনের সময়ে ব্যাট হাতে অপরাজিত থাকা আকসার প্যাটেল হাফ সেঞ্চুরি করে জয় নিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৩৫ বলে পাঁচ ছয় ও তিন চারে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

প্যাটেল ছাড়াও শ্রেয়ার্স আয়ার ও সাঞ্জু স্যামসন ফিফটি হাঁকিয়েছেন। তিন ব্যাটারের ফিফটিতেই শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ধাওয়ানের দল। চার চার ও এক ছয়ে ৭১ বলে ৬৩ রান করেছেন শ্রেয়ার্স আয়ার। তিনটি করে চার ও ছক্কায় ৫১ বলে ৫৪ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরেন স্যামসন। এছাড়াও ৪৩ রান করেন ওপেনার শুভমান গিল। ৩৩ রান আসে দীপক হুডার ব্যাট থেকে।

উইন্ডিজের হয়ে কাইল মায়ার্স ও জোসেপ ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা উইন্ডিজ শাই হোপের শতক ও নিকোলাস পুরানের অর্ধশতকে ৩১১ রানের বড় পূঁজি পায়। নিজের শততম ওয়ানডে ম্যাচ শতক দিয়ে রাঙান ওপেনার শাই হোপ। ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে শাই হোপ শততম ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। ইনিংসের ৪৫তম ওভারে চাহালের চতুর্থ বলটি ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি করেন এই ব্যাটার। ১২৫ বলে আট চার ও দুই ছয়ে সেঞ্চুরি করেন তিনি। ১১৫ রানের ইনিংস খেলেছেন ১৩৫ বলে আট চার ও তিন ছক্কায়।

এক দিনের ক্রিকেটে ১০০ ম্যাচে শাই হোপের সংগ্রহ ৪ হাজার ১৯৩ রান। ১৩টি সেঞ্চুরির সঙ্গে আছে ২০টি হাফ সেঞ্চুরি। ৫০’র বেশি গড়ে রান তুলছেন ওয়ানডেতে। এক দিনের ক্রিকেটে শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো দশ ব্যাটারের চারজনই ক্য‍ারিবিয়ান।

শাই হোপের সেঞ্চুরির দিনে অধিনায়ক নিকোলাস পুরান ৭৭ বলে ৭৪ রান করেন। ছয় ছক্কার সঙ্গে একটি চারের মার ছিলো তার ইনিংসে। ৩৯ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে। ৩৫ রান করেন সামারাহ ব্রুকস। রভম্যান পাওয়েল করেন ১৩ রান। ১৪ রানে রোমারি শিফার্ড অপরাজিত থাকেন।

ভারতের হয়ে শার্দুল ঠাকুর ৩টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here