স্পোর্টস ডেস্কঃ এসি মিলান ছেড়ে উদিনেসে নাম লেখালেন অ্যালেক্সিস সানচেজ। চিলির এই ফরোয়ার্ড দুই বছরের চুক্তি করেছেন সাবেক এই ক্লাবের সাথে। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি। এই ফুটবলারকে ফেরানোর কথা রোববার এক বিবৃতিতে জানায় ইতালির ক্লাবটি।
বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার সানচেজ ইন্টারে প্রথম মেয়াদে ১০৯ ম্যাচ খেলে গোল করতে পারেন কেবল ২০টি। ২০২১ সালে জেতেন সিরি’আ শিরোপা। এর আগে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত উদিনেজে খেলেছিলেন সানচেস। দলটির হয়ে ১১২ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ২০টিতে।
এরপর সানচেজ যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তিন মৌসুমে সেখানে ১৪১ ম্যাচে ৪৬ গোল করেন তিনি। ইংলিশ ক্লাব আর্সেনালে চার বছরে ১৬৬ ম্যাচ খেলা এই তারকা ৮০ গোল করার পাশাপাশি সতীর্থের ৪৩ গোলে রাখেন অবদান। এরপর দুই দফায় খেলেন তিনি ইন্টার মিলানে। এর মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম খেলে গোল করতে পারেন কেবল ৫টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০