অনুশীলন বন্ধ করে দিলো উপজেলা কাপের ফাইনালিস্ট গোলাপগঞ্জ

    0
    76

    নিজস্ব প্রতিবেদক: তারুণ‌্য নির্ভর দল গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে দুরন্ত গতিতে এগিয়ে চলছিলো। একের পর এক চমক দিয়ে দলটি টুর্ণামেন্টের ফাইনাল নিশ্চিত করে।

    গত ৫ নভেম্বর সেমিফাইনালে সিলেট সদরকে হারিয়ে উপজেলা কাপের ফাইনালের টিকেট কাটে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।

    আর্থিক অনটন আর টুর্ণামেন্টের ফাইনাল নিয়ে দীর্ঘ বিলম্বের কারণে বর্তমানে দলটির প্রেকটিস বন্ধই রয়েছে। অথচ এই দলটির অনুশীলনই ছিলো জয়ের মূলমন্ত্র।  ছিলো দারুণ টিম স্পিরিড।

    অথচ আয়োজকদের ফাইনাল আয়োজন বিলম্ব হওয়াতে দলটির টিম স্পিরিড ভেঙে যাচ্ছে। আর্থিক স্বচ্ছলতা না থাকায় উপজেলা ক্রীড়া সংস্থা দীর্ঘ দিন অনুশীলন কার্যক্রম চালিয়ে নিতে পারছে না। যার কারণে বন্ধ হয়ে গেছে দলটির অনুশীলন।

    তাছাড়া ফাইনালের কোন সিডিউল না থাকায় দলটির কোচও খেলোয়াড়দেরকে নিয়ে পরিকল্পনা করতে পারছেন না। অনুশীলনের জন্য কোন পরিকল্পনা করা যাচ্ছে না।

    অথচ টুর্ণামেন্টের ফাইনাল গত ৭ নভেম্বরই হয়ে যাওয়ার কথা। আয়োজ জেলা ক্রীড়া সংস্থা সেমিফাইনালের পর দলগুলোকে জানিয়ে ছিলো টুর্ণামেন্টের ফাইনাল ৭ নভেম্বর হবে না। দু’দিন পিছিয়ে ৯ নভেম্বর হতে পারে। কিন্তুু ৯ নভেম্বরও হয়নি।

    জানতে চাইলে গোলাপগঞ্জের কোচ নূরী জাহান রাহেল বলেন, কোন ধরণের সিডিউল নেই কবে ফাইনাল হবে। এমন অনিশ্চয়তায়তো আর প্রেকটিস চালিয়ে রাখা যায় না। বর্তমানে তাই আমাদের দলের অনুশীলন বন্ধ রয়েছে। তিনি বলেন, দীর্ঘ দিন অনুশীলন করে যাবে না। উপজেলা ক্রীড়া সংস্থা অনুশীলনের অতিরিক্ত খরচ বহন করতে পারবে না।

    সেমিফাইনালের পর থেকে উপজেলার কাপের ফাইনাল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্থই হচ্ছে ফাইনালিস্ট দলটি।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here