নিজস্ব প্রতিবেদক: আজ থেকে সিলেটে শুরু হচ্ছে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট। সন্ধ্যা ৬টায় টুর্ণামেন্টটির উদ্বোধন হবে।
উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও কানাইঘাট উপজেলা ফুটবল দল।
উদ্বোধনী ম্যাচের দু’দলই বিদেশীদেরকে নিয়েই আজ মাঠে নামছে। কানাইঘাট উপজেলা ফুটবল দলে দুই জন নাইজেরিয়ান খেলোয়াড় খেলবেন। একজনের নাম পাওয়া গেছে। নাইজেরিয়ান সিও খেলবেন কানাইঘাট দলের হয়ে।
কানাইঘাট উপজেলায় দুই বিদেশী খেলোয়াড়ের বিষয়টি এসএনপিস্পোর্টসকে নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া।
তাদের প্রতিপক্ষ সিলেট সদর উপজেলা ফুটবল দলেও দুই জন বিদেশী খেলবেন। দলটির বিশ্বস্থ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কানাইঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা হলেন শামিম, জয়নুল আবেদীন, বাবর, আলম , সাজু , ইসমাঈল ,নজরুল ,ফয়েজ , সুমন, রাসেল, মুন্না ,আশরাফ চৌধুরী, শাহিন, দুলাল ১, দুলাল ২, সোহেল, মামুন, মাসুম, আলিম উদ্দিন, ফাহিম, নাহিম, জাহাঙ্গীর আলম। দলটির কোচ হলেন সাজু।
সদর উপজেলা দলের স্থায়ী খেলোয়াড়রা হলেন, মনসুর আমিন, জামিল, মুকিত, বোরহান, আবিদ, তকলিস, রুম্মান, মুক্তািদির, রাকিব আলী, রাজু, পংকি,শামীম, কামরুর (১), কামরুল (২), ইমরাজ, নাহিদ, রিফাত, ইসলাম, ফয়সল, কামরান, কাউসার, রুহুল আমিন, আবুল হসানত।