নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে আজ বুধবার মুখোমুখি হচ্ছে সিলেটের দু’টি শক্তিশালী উপজেলা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল দল।
গ্রুপ পর্বে দু’টি শক্তিশালী দলকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এদু’টি দল। গোলাগঞ্জকে দারুণ প্রতিদ্বন্ধিপূর্ণ ম্যাচে হারায় বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলকে। তাদের প্রতিপক্ষ ফেঞ্চুগঞ্জ আরেক শক্তিশালী উপজেলা কোম্পানীগঞ্জকে দুর্দান্ত এক ম্যাচে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
সিলেট জেলা স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের আলোতে আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ দুই উপজেলার ম্যাচটি অনুষ্টিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০