নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা কাপ জেলা প্রশাসক ফুটবল ফুটবল টুর্ণামেন্টের খেলা চলছে। সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিদিন একটি করে খেলা অনুষ্টিত হচ্ছে। এই টুর্ণামেন্টে অংশ নিচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
৩০ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলের প্রতিপক্ষ বিয়ানীবাজার উপজেলা ফুটবল দল।
সিলেটে বাফুফে স্বীকৃত একমাত্র ফুটবল কোচ নূরী জাহান রাহেলের নেতৃত্বে গত কয়েক দিন থেকে অনুশীলন করে যাচ্ছে দলটির প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা। প্রতিদিন সকালে এমসি একাডেমি অনুশীলন হয় দলটির।
দলটির ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে ইয়াজদান চৌধুরীকে।
দলটির প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা হলেন, সুমান, জুয়েল গোল, রাসেল, নাহিম, দেলোয়ার, নজরুল, শাকিল, রেমল, সুফিয়ান, গোলজার, শাহজাহান, ফাহিম, ফজল, জলিল, সুমান, রানা, পান্না, নাবিল, রনি, মিটু, হুসেন, ইকবাল, হামিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০