নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা কাপ জেলা প্রশাসক ফুটবল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট সদর উপজেলা ফুটবল দল। ২৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাইঘাট উপজেলা ফুটবল দল।
টুর্ণামেন্টে অংশ গ্রহণের জন্য গত বেশ কয়েক দিন থেকেই কোচ লিয়াকত আলী ও খালেদ আহমদের অধীনে নিয়মিত অনুশীলন করছেন সিলেট সদরের ফুটবলাররা।
প্রাথমিক দলে থাকা ২৫ জন ফুটবলারকে নিয়ে প্রতিদিন বিকালে অনুশীলন চলছে। সদর উপজেলার সোনাতলা মাঠে অনুশীলন করছেন ফুটবলাররা।
দলটির ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে সুজাত আলী রফিককে। প্রাথমিক দলে আছেন জাতীয় দলের তারকা তকলিস। তবে তিনি খেলবেন কিনা নিশ্চিত নয়। তকলিস ইনজুরি পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন।
সদর উপজেলা ফুটবল দলের অধিনায়ক হতে পারেন মনসুর আমিন ও জামিল আহমদ। জাতীয় দলের তারকা মনসুর আমিন খেললে তিনি থাকবেন অধিনায়ক। দল সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দলের খেলোয়াড়রা হলেন, মনসুর আমিন, জামিল, মুকিত, বোরহান, আবিদ, তকলিস, রুম্মান, মুক্তািদির, রাকিব আলী, রাজু, পংকি,শামীম, কামরুর (১), কামরুল (২), ইমরাজ, নাহিদ, রিফাত, ইসলাম, ফয়সল, কামরান, কাউসার, রুহুল আমিন, আবুল হসানত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০