বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেই জ্বলে উঠা হল্যান্ডের হ্যাটট্রিক

0
67

স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হল্যান্ড যেনো অপ্রতিরোধ্য। তাঁকে থামাবে কে? উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পরের ম্যাচেই জ্বলে উঠলেন। হ্যাটট্রিকে উড়িয়ে দিলেন ফুলহামকে।

ইউরোপের ফুটবলে রাজত্ব করছেন তিনি। মেসি, নেইমার, রোনালদোরা চলে যাওয়ার পর ইউরোপের ফুটবলে রাজা হয়ে উঠছেন এই তারকা।

হল্যান্ডের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি উড়িয়ে দিয়েছে ফুলহামকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে সিটি জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে।

এক তরফা ম্যাচে ফুলহাম কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে হল্যান্ডের হ্যাটট্রিকে সিটির কাছে বিধ্বস্ত হয় দলটি।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার মিনিট দুই পর সমতায় ফিরেছিলো ফুলহাম। তবে এরপর আর ম্যাচে নিজেদের রাখতে পারেনি দলটি। প্রথমার্ধেই আবার পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে হল্যান্ডের ঝড়ে উড়ে যায় দলটি।

ম্যাচের ৩১তম মিনিটে আলভারেজের গোলে লিড নেয় ম্যানসিটি। ১-০ গোলের ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। মিনিট দুই পরেই সমতায় ফেরে ফুলহাম। ম্যাচের ৩৩তম মিনিটে টিম রেমের গোলে সমতায় ফেরে দলটি। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো লিড নেয় সিটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে নাথান আকে ব্যবধান ২-১ করেন। এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফুলহাম। এবার শুরু হয় হল্যান্ড ঝড়। বিরতির পর খেলার শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন হল্যান্ড। ম্যাচের ৫৮তম মিনিটে তার গোলেই সিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। সদ্যই উয়েফার বর্ষসেরা পুরস্কার জেতা এই তারকা ৭০তম মিনিটে পেনালটি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতে সিটি ব্যবধান করে ৪-১।

বড় ব্যবধানে পিছিয়ে পড়া ফুলহাম সিটির একের পর এক আক্রমণ ঠেকাতেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। নিজেরা খুব একটা আক্রমণও করতে পারেনি। তবুও মিলেনি রেহাই। ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে অর্থাৎ ম্যাচের ৯৫তম মিনিটে হল্যান্ড হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতেই সিটির ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here