স্পোর্টস ডেস্কঃ ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগে করেছেন বেশ কিছু রেকর্ড। যা এখনো রয়েছে অক্ষত। ইউরোপে অনবদ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে বিশেষ পুরস্কার দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪০ গোল করায় রোনালদোকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) উয়েফা প্রেসিডেন্ট আলেকজেন্ডার সেফেরিনের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন সিআর সেভেন। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি থেকে ১১ গোল আর তৃতীয় স্থানে থাকা রবার্ত লেভানডফস্কি থেকে ৪৬ গোল এগিয়ে রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন পর্তুগিজ তারকা রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ৩টি ফাইনালে গোল করেছেন এই ফুটবলার। এদিকে সম্মাননা পেয়ে রোনালদো জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘এখানে উপস্থিত হওয়াটা খুবই আনন্দের। এই সম্মাননার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে খুবই অর্থবহ। চ্যাম্পিয়ন্স লিগই চূড়ান্ত। যখন কেউ এই সঙ্গীত শুনবে, সে জ্বলে উঠবে, এটা খুবই বিশেষ একটি অনুভূতি। আমি অনেকবার জিতেছি এবং অনেক গোল করেছি। এখানে থাকতে পারাটা দারুণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০