উসামার ‘জীবন দান’ নিজ চোখে দেখেন নি ওয়ার্নার

0
23

স্পোর্টস ডেস্কঃ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার- ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। আগে ব্যাট করে বিধ্বংসী ব্যাটিংয়ে ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার ওয়ার্নার। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। অবশ্য দুবার জীবন পাওয়া পেয়েছিলেন তিনি। ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস।

ইনিংসের পঞ্চম ওভারে আউট প্রায় হয়েই গিয়েছিলেন ওয়ার্নার। শাহিন আফ্রিদির শর্ট লেংথ বলে ক্যাচ তুলেছিলেন মিড অনে। তবে সহজতম সেই ক্যাচ ফেলে তাঁকে ‘জীবন’ দেন উসামা মির। শাদাব খানের বদলি হিসেবে এই স্পিন অলরাউন্ডারকে একাদশে নিয়েছিল পাকিস্তান। তবে ব্যাট-বল-ফিল্ডিং কোনো দিকেই অবদান রাখতে পারেন নি সেভাবে।

এদিকে জীবন পেয়ে রেকর্ড গড়া ওয়ার্নার ম্যাচ শেষে জানান, এই ক্যাচ মিসটি নিজ চোখে দেখেন নি। বাঁহাতি এই ব্যাটার উইকেটে থিতু হয়েছেন মূলত জীবন পাওয়ার পরই। ক্যাচ দেওয়ার আগে মিচেল মার্শকে নিয়ে তুলেছিলেন ২৬ বলে ২২ রান। পাকিস্তানের ওসামার কাছ থেকে জীবন পাওয়া প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘আমি পেছনে ছিলাম। আমি আসলে (শটটা খেলে) খুশি হতে পারিনি। (ওই বলে) সিঙ্গেলও নিইনি। ওপেনিং ব্যাটসম্যান হলে ব্যাপারটা এমনই। মারতে গেলে সুযোগ দিতেই হয়।’

ওয়ার্নারের জীবন পাওয়া প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ম্যাচ শেষে বলেন, ‘আমাদের ম্যাচের শুরু ভালো হয়নি। বিশেষ করে প্রথম ৩৪ ওভার আমরা বোলিং এবং ফিল্ডিং ভালো করিনি। এটিই আমাদের পিছিয়ে দিয়েছে। আর আমরা ওয়ার্নারের ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটসম্যানের ক্যাচ মিস হলে ম্যাচ থেকে ছিটকে যেতে হবে এবং তারা সুযোগ কাজে লাগাবে। সেটিই হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here