স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার হতে হচ্ছে নতুন এক রেকর্ড। পুরো ফুটবল বিশ্বই এ রেকর্ডের স্বাক্ষী হতে উন্মুখ। আর মাত্র ৬ টি গোর করলেই উয়েফাতে সেঞ্চুরি পুর্ণ করবেন ক্রিষ্টিয়ানো রোনালদো।
এই মুহুর্তে সর্বাধিক সংখ্যক ৯৪ গোল নিয়ে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন পতুর্গিজ ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এবারের লিগে ছয় গোল পেলেই প্রথম ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শততম গোলের রেকর্ড গড়বেন রোনালদো।
সাবেক ক্লাবগুলোর বিপক্ষে রোনালদো যতবারই মাঠে নেমেছেন ততবারই লক্ষ্যভেদ করেছেন। তার ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্ববরই হয়তো রেকর্ডের পথে আরও এক পা এগিয়ে যাবেন রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০