স্পোর্টস ডেস্ক:: ঋণে জর্জরিত বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির ঋণের পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। ঋণ কমাতে তাই ভিন্ন উপায়ে আয়ের পথ খুঁজে নিয়েছে ক্লাবটি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পকে ভাড়া দিতে যাচ্ছে তারা।
এখন থেকে যে কেউ চাইলেই বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের জন্য ন্যু ক্যাম্প ভাড়া নিতে পারবেন। সেক্ষেত্রে সর্বনিম্ন দেড় লাখ থেকে ১৩/১৫ লাখ টাকা পর্যন্ত ভাড়া গুণতে হবে। মাঠ ও কয়েকটি কক্ষ পৃথক রাখা হয়েছে ভাড়ার জন্য।
শুধু বিয়ে বা প্রোগ্রামের জন্য নয়, চাইলে ম্যাচ আয়োজনের জন্যও ন্যু ক্যাম্প ভাড়া নেওয়া যাবে। বার্সা কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়া পেলেই যে কোনো অনুষ্ঠান বা ম্যাচের জন্য স্টেডিয়াম বরাদ্ধ দেবে। দেনা মেটাতেই স্প্যানিশ ক্লাবটি এই হাঁটছে।
ছোট অনুষ্ঠানের জন্য ন্যু ক্যাম্পের ফাউন্ডেশন লাউঞ্জ ভাড়া নেওয়া যাবে। সেখানে এক সঙ্গে ২৫ থেকে ৫০ জনের অনুষ্ঠান করা যাবে। সেক্ষেত্রে ভাড়া গুণতে হবে ১৬শ ইউরো। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। ৩শ থেকে এক হাজার লোকের অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারবেন গ্র্যান্ডস্ট্যান্ড হল। তাতে ভাড়া দিতে হবে ১৩ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকা।
শুধু মাঠ আর কাঠামো ভাড়াই নয়, খাবারও সরবরাহ করবে ক্লাবটি। তাদের নিজস্ব ক্যাটারিং ব্যবস্থাপনা থাকছে। ৯৫ ইউরো থেকে সর্বোচ্চ ১২০ ইউরো মূল্যের বিভিন্ন খাবার মেন্যু থাকবে অতিথিদের জন্য। সব কিছুর সাথেই যোগ হবে ভ্যালু এডেড ট্যাক্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০