স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনা ক্যাম্প ন্যুকে নতুন করে সাজিয়ে তুলছে। ঘরের মাঠকে আরো আধুনিকায়ন, দর্শক আসন বৃদ্ধিসহ সুযোগ-সুবিধাত বাড়াতে সংস্কার কাজ করছে বার্সেলোনা। আগামি ১ জুন থেকে শুরু হবে এই সংস্কার কাজ। কাজ চলাকালীন সময়ে বার্সেলোনা খেলবে অলিম্পিক স্টেডিয়ামে।
ক্যাম্প ন্যুকে নতুন করে সাজিয়ে তুলার জন্য বার্সেলোনা ধার করেছে ১৭ হাজার কোটি টাকা। বাংলাদেশী মুদ্রায় বিপুল পরিমাণ এই অর্থ ২০টি প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়েছে বার্সা। আগামি ২৪ বছরে শোধ করবে ধারের এই টাকা।
স্টেডিয়ামটির সংস্কার কাজ শেষ হবে ২০২৬ সালের মধ্যেই। এরপর থেকেই শুরু হবে ঋণ পরিশোধের কাজ। বার্সার আয় থেকেই শোধ করা হবে ঋণের টাকা। বার্সেলোনা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লাবটি জানিয়েছে, ২০২৪-২০২৫ মৌসুম থেকে ঘরের মাঠে খেলতে পারবে বার্সেলোনা। যদিও তখনো সংস্কার কাজ চলমান থাকবে। তবে মাঠ প্রস্তুুত হয়ে গেলে ম্যাচ খেলতে পারবে লেভানডফস্কিরা।
বিপুল পরিমাণ এই অর্থে ক্যাম্প ন্যু সংস্কারের পাশাপাশি বার্সেলোনা তৈরি করবে বাস্কেটবল ও হ্যান্ডবল গ্রাউন্ড। ইয়োহান ক্রুই স্টেডিয়ামের উন্নয়ন কাজও করা হবে বার্সার বয়স ভিত্তিক দলের জন্য। ক্যাম্প ন্যুর আসন ক্ষমতা ৯৯ হাজার থেকে বাড়িয়ে করা হবে সোয়া লাখের মতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০