এই জয় টি-টোয়েন্টি সিরিজের আগে সহায়তা করবেঃ লিটন

0
79

স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে টাইগাররা। জয় দিয়ে সিরিজ শেষ করার তৃপ্তিও পেয়েছে বাংলাদেশ দল।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ দল। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ হেরেছে টাইগাররা। সেই রেকর্ড আরও লজ্জার হতে যাচ্ছিল।হোয়াইটওয়াশের লজ্জা চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।

শেষ ম্যাচে যদি হারতো বাংলাদেশ, তাহলে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হতো টাইগাররা। এছাড়া ২০১৪ সালের পর ঘরের মাঠে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতো বাংলাদেশ। যা কিনা লিটন-সাকিবদের জন্য বড় লজ্জার হতো।

তবে সেটি আর হয়নি। সিরিজের শেষ ম্যাচে আসা জয়ে স্বস্তি বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি সিরিজের আগে এমন জয় দলকে সহায়তা করবে বলে মনে করেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। দলের এমন জয়ে বোলারদের কৃতিত্ব দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজের আগে এটা আমাদের অনেক সহায়তা করবে। ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। আমরা নতুন বলে ভালো বল করি। সব বোলাররাই ভালো বোলিং করেছে। তারা খুব বেশি রান দেয়নি। আমার মনে হয় ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পেরেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here