এই টেস্ট জয় বিশ্বকাপের চেয়েও বড়- স্টোকস

0
3

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। এবার জেতালেন অবিস্মরণীয় আরেক ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে রেকর্ড রান তাড়ায় ম্যাচ জিতেছে ইংল্যান্ড। এছাড়া ২০১৯ সালে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজেও সমতায় ফেরার ম্যাচেও রেখেছিলেন অগ্রণী ভূমিকা। ইতিহাস গড়ে দলকে জেতান স্টোকস।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ সেশনে টি-টোয়েন্টির গতিতে রান তাড়ায় অবিশ্বাস্য জয়ের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলছেন, অন্য সব জয়কে যোজন যোজন দূরত্বে পেছনে ফেলেছে এবারের জয়। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘আজকে যেটির স্বাক্ষী হলাম আমরা, বর্ণনায় ভাষা খুঁজে পাচ্ছি না। এটা বিস্ময়কর। হেডিংলির জয়কে উড়িয়ে দিচ্ছে এটি, মাড়িয়ে যাচ্ছে লর্ডস ও বিশ্বকাপ ফাইনালের জয়কেও। আবেগময়তায় আর মাঠে প্রতিটি মূহূর্ত যেভাবে উপভোগ করেছি আমি, অবিশ্বাস্য তা।’

স্টোকস আরো বলেন, ‘কোনোভাবেই এটা আমার মাথায় ঢুকছে না, ২২ ওভার বাকি রেখেই আমরা কীভাবে ২৯৯ রান তাড়া করে ফেললাম। সেটিও শেষ দিন সকালে ১৫ ওভার বোলিং করার পর। এটা আর কখনোই হবে না। তবে যদি হয়, সম্ভবত আমরাই আবার করব!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here