স্পোর্টস ডেস্কঃ লা লিগায় শনিবার সেভিয়াকে ৩-১ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলে আরো এগিয়ে গেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৬ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষস্থান মজবুত করেছে।
চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপে থাকা রিয়াল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এরই মধ্যে আনচেলত্তির দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। এদিকে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
সেভিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, রিয়ালের এই দলকে কোচিং করাতে তার খুব ভালো লাগে; ‘আমি জানি না এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে নির্ভরযোগ্য দল কিনা। তবে এটা এমন একটি দল যাদের কোচিং করাতে আমি পছন্দ করি।’
আনচেলত্তি আরো বলেন, ‘এই দল আমাকে কোনো সমস্যায় ফেলে না…আর মানের দিক থেকে বললে, এই দলটি আমার কোচিংয়ে সেরা না হলেও সেরাদের একটি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০