স্পোর্টস ডেস্ক:: মাস দু’এক আগেও সময়টা বেশ খারাপ যাচ্ছিলো। সেই রোনালদো এবার সেরার পুরস্কার হাতে নিয়ে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা। সৌদী প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সর্ম্পকের ছেদ ঘটে বিশ্বকাপ চলাকালেই। এরপর গত বছরের শেষ দিনে যোগ দেন সৌদীর ক্লাব আল নাসেরে। শুরুতে নাসেরে সুবিধা করতে পারছিলেন না। প্রথম তিন ম্যাচে গোল করেন মাত্র একটি।
সময় গড়াতেই রোনালদো ফেরেন চেনা রূপে। দুর্দান্ত, অপ্রতিরোদ্য সিআর সেভেনের দেখা মেলে। গত মাসে চার ম্যাচের দু’টিই করেন হ্যাটট্রিক। করেন ৮ গোল। ফেব্রুয়ারি মাসের সেরার পুরস্কার তাই উঠেছে তার হাতেই।
মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে। উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো লিখেন- ‘সৌদী লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলাের মধ্যে এটি প্রথম! এই দলের অংশ হতে পেরে গর্বিত।’
বিশ্বকাপ ফুটবল চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটে সম্পর্কের ইতি টানে পর্তুগিজ ফুটবল রাজার সাথে। এরপরই তিনি সৌদী ক্লাব আল নাসেরে যোগ দেন। তারও বেশ কয়েক দিন আগ থেকে ম্যানইউর সাথে তার বনিবনা হচ্ছিলো না। ম্যাচ চলাকালেই ক্ষুব্ধ রোনালদোকে দেখা যেতো। দুই পক্ষের টানাহেঁচড়াও চলে বেশ কিছু দিন।
কাতার বিশ্বকাপ থেকেও বিদায় নেয় রোনালদোর পর্তুগাল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষেই তিনি সৌদী ক্লাবে যোগ দেন। আল নাসের ক্লাবের হয়ে রীতিমতো উড়ছেন তিনি। একের পর এক গোল করছেন, করছেন হ্যাটট্রিকও। তাই ফেব্রুয়ারি মাসের খেলোয়াড়ের পুরস্কার উঠলো তারই হাতে।
সৌদীতে গিয়ে রীতিমতো গোল বন্যায় ভাসা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৫০০ গোলের মাইল ফলকও করেছেন। একের পর এক গোল করেই যাচ্ছেন তিনি। ‘বিতর্ক’ ছাপিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post