‘এই ধারাবাহিকতা থাকলে, বিশ্বের কেউই পাকিস্তানকে হারাতে পারবে না’

0
5

স্পোর্টস ডেস্কঃ দারুণ এক ফর্মে রয়েছে পাকিস্তান দল। সবশেষ উইন্ডিজকে নিজেদের ঘরের মাঠে ৩-০ হোয়াইটওয়াশ করেছে দেশটি। আর এতে করে প্রশংসায় ভাসছে পাকিস্তান। বরাবরের মতো নিজ দেশের ক্রিকেটের প্রশংসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

জানিয়েছেন এই ধারাবাহিকতা ধরে রাখলে, বিশ্বের কোনো দলই পাকিস্তানকে আর হারাতে পারবে না। সাম্প্রতিক সময়ে বেশ সফলতা থাকা পাকিস্তান দলের এই ঐক্য নিয়ে প্রশংসা করেছেন রমিজ রাজা। একইসাথে দারুণ পারফর্মেন্সের জন্য জানিয়েছেন অভিনন্দনও।

রমিজ রাজা বলেন, ‘বাবর আজম ও তার দলকে অভিনন্দন। এই ধারাবাহিকতা আর ঐক্য থাকলে বিশ্বের কোনো দলই তোমাদেরকে (পাকিস্তান) হারাতে পারবে না। তোমাদের প্রতিভা ও সম্ভাবনা অনেক। সমর্থকরাও সাথে আছে তোমাদের। গোটা জাতি এই দলের মালিক।’

উল্লেখ্য, রোববার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে উইন্ডিজকে ৫৩ রানের ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়ে পাকিস্তান। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের বিশাল ব্যবধানে ও প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here