স্পোর্টস ডেস্কঃ রাত পোহালেই শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের পথচলা। বিশ্বকাপকে উপলক্ষ করে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমন একটি পোস্ট দিয়েছে এএফএ। তাসকিনের ছবি সম্বলিত ওই পোস্টে লেখা হয়েছে, ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ যাত্রা শুরু করায় বাংলাদেশে ক্রিকেট দলের প্রতি শুভকামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাকে বিজয়ের দিকে পরিচালিত করতে দিন।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেইজে তাদের ওই পোস্টটি শেয়ার করে দেশ ও অগণিত সমর্থকদের জন্য সাফল্য নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
গত কাতার বিশ্বকাপ ফুটবলে একসূত্রে গেঁথেছিল বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল বাংলাদেশ। দেশ-বিদেশের সংবাদমাধ্যম হয়ে সেই খবর পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল দলে। এবার সেটিরই প্রতিদান দেখাল লাতিন আমেরিকার দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post