স্পোর্টস ডেস্ক:: এএফসিতে অবশেষে গোলের দেখা পেলেন নেইমার। বিবর্ণ অভিষেক ম্যাচের পর গোলেরও অভিষেক হলো তার। মাজানদারানের বিপক্ষে সোমবার রাতের ম্যাচে নেইমার গোল করেছেন। এর আগে এফএসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের অভিষেক ম্যাচে জিততে পারেনি আল হিলাল। নাভবাহোর বিপক্ষে জিততেও পারেনি তার দল। হলুদ কার্ড দেখে ছিলেন তিনি।
এবার মাজানদারানের বিপক্ষে নেইমার গোলও করেছেন। তার দলও জিতেছে ৩-০ ব্যবধানে। ব্রাজিলিয়ান তার অভিষেক গোলের দিনে দুই দলই ম্যাচের বেশির ভাগ সময় খেলেছে ১০জন করে ফুটবলার নিয়ে। প্রথমার্ধেই দুই দলের দু’জন লাল কার্ড দেখেন।
দুই ফুটবলারের লাল কার্ডের কারণে ২২ জনের ম্যাচ হয়ে যায় ২০ জনের ম্যাচে। ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয়ার্ধে গোল করেছেন। দলের বড় তারকার গোলের দিনে গোল করেছেন সালেহ আল সাহাইরি ও আলেকসান্ডার মিত্রোভিচ।
‘ডি’ গ্রুপে খেলা নেইমারদের হিলাল নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে দলটি মাজানদারানকে হারিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে।
মাজানদারানের বিপক্ষে পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে নেইমাররা। আধিপত্য বিস্তার করেছে মাঠে। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ৩-০ ব্যবধনার জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচটিতে দু’দলের জন্য ফুটবলার দেখেছেন লাল কার্ড। এক জন করে কম নিয়ে খেলতে হয়েছে দুই প্রতিপক্ষককে।
ম্যাচের ১৬তম মিনিটেই আলেকসান্ডার মিত্রোভিচের গোলে লিড নেয় আল হিলাল। ১-০ গোলের এই লিড নেওয়ার ম্যাচে ৩৮তম মিনিটে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছেন হিলালের সালমান ও মাজানদারানের হুসামাদ। ম্যাচের বাকীটা সময় দুই দল ১০ জন করে নিয়ে খেলেছে। এগিয়ে থেকেই বিরতিতে যায় হিলাল।
বিরতির পর খেলা শুরুর মিনিট দশেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। ৫৮তম মিনিটে তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সৌদীর ক্লাবটি। পিছিয়ে পড়া মাজানদারানে ম্যাচে ফিরতে চেষ্টা করলেও সাফল্যের দেখা পায়নি। উল্টো অন্তিম সময়ে তাদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন সালাম। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার করা গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হিলাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০