স্পোর্টস ডেস্কঃ আশা জাগিয়েও ভারতের ক্লাব মোহন বাগানের কাছে হারল বাংলাদেশের ঢাকা আবাহনী। মঙ্গলবার কলকাতায় স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলে শুরুতে এগিয়ে গিয়ে পরে পথ হারায় তারা। হারের ব্যবধান ৩-১ গোলের। যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্পষ্ট প্রাধান্য নিয়েই আজ খেলেছে ধারেভারে এগিয়ে থাকা মোহন বাগান।
গত বছর এএফসি কাপের প্লে-অফে মোহন বাগানের আছে ৩-১ গোলে হেরে কলকাতা থেকে ফিরেছিল আবাহনী। সেই ম্যাচের ভেন্যু ছিল সল্টলেকের যুব ভারতী স্টেডিয়াম। সেই একই মাঠে আজও এএফসি কাপের প্লে-অফে ৩-১ গোলে কুপোকাত ২০১৯ সালে এই আসরে জোনাল সেমিফাইনাল খেলা আবাহনী।
আবাহনী প্রতিপক্ষ গোলকিপারের ভুলে সৌভাগ্যপ্রসূত গোল পেয়ে যায় ম্যাচের ১৭ মিনিটে। দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা বাঁ পায়ে শট নেন। সেই বল ঠিকমতো ধরতে পারেনি মোহনবাগান গোলকিপার বিশাল কাইত। আলতো টোকায় জালে পাঠান আবাহনীর গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস।
৩৫ মিনিটে লিস্টন কোলাসোকে বক্সে সুশান্ত ত্রিপুরা ফেলে দিলে পেনাল্টি পায় মোহন বাগান। অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড জ্যাসন কামিন্সের শট বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি আবাহনীর গোলকিপার শহীদুল ইসলাম সোহেল। সমতায় ফেরে স্বাগতিকরা।
৫৮ মিনিটে মোহন বাগানের দ্বিতীয় গোলটি আবাহনীর ‘উপহার’! বক্সের বাইরে থেকে লিস্টন কোলাচোর বাড়ানো বলে বুদ্ধিদীপ্ত পাস বাড়ান জেসন কামিন্স। কামিন্সের পাস থেকে হুগো বুমোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল ঠেলে দেন মিলাদ শেখ।
দুই মিনিট পরেই তৃতীয় গোল আদায় করে নেয় মোহন বাগান। বাইলাইনের একটু উপর থেকে কোলাচোর পাস গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো সাদিকু। ৩-১ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত পরের রাউন্ড নিশ্চিত করে ওপার বাংলার দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০