এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর আল নাসর

0
57

স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফে জয় পেয়েছে আল নাসর। গত রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো-অ্যান্ডারসন তালিস্কারা আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি বিরুদ্ধে ৪-২ গোলের দারুণ এক জয় এনে দিয়েছেন দলকে। আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তালিস্কা। আর এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে পৌঁছে গেল সৌদি প্রো লিগের দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল নাসর। ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় ‘দ্য গ্লোবাল ওয়ান’খ্যাত দলটি। মার্সেলো ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন তালিস্কা। গোল খেয়ে ম্যাচে ফেরার জন্য জোর প্রচেষ্টা চালায় আল আহলি। ১৮ মিনিটের মাথায় তাদের প্রচেষ্টা সফল হয়। ইয়াহিয়া আল-ঘাসানির গোলে ম্যাচে সমতা ফেরে তারা।

বিরতির পরপর বড় ধাক্কা খায় আল নাসর। এবার দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে শাবাব আল আহলিকে এগিয়ে দেন আল ঘাসানি। পিছিয়ে পড়ে রীতিমতো মরিয়া হয়ে ওঠে আল নাসর। একের পর এক আক্রমণে শাবাব রক্ষণকে কাঁপিয়ে দেয় তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসছিল না কোনোভাবে।

অবশেষে ৮৮তম মিনিটে দলকে স্বস্তি এনে দেন সুলতান আল ঘানাম। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরও একটি হেডে নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা। দুই মিনিট পর স্কোরলাইন ৪-২ করে আল নাসর। এবার লক্ষ্যভেদ করেন ব্রজোভিচ। আর এ জয়ে মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here