স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে হয়েছে এই ড্র অনুষ্ঠান। ড্র’তে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ‘এ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজাম শাহ ও ভুটানের পারো এফসি।
এই প্রথম এএফসির কোনো পর্যায়ের টুর্নামেন্টে ভারতের আরেক ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কিংস। নেজমেহ ও পারোর বিপক্ষেও প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের ক্লাবটি। এর আগে নিয়মিতই কিংস পেয়েছে প্রতিবেশী ভারতের আরেক পরাশক্তি ক্লাব মোহনবাগানকে। এদিকে এবারের লিগে একে অন্যের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ দল দল যাবে কোয়ার্টার ফাইনালে।
‘এ’ গ্রুপের আয়োজক ভুটানের পারো এফসি। খেলা শুরু হবে ২৬ অক্টোবর। চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে পশ্চিম ও পূর্ব জোনে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ক্লাব পড়েছে পশ্চিম জোনে। এই জোনের অন্য দুই গ্রুপে আছে কুয়েত, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, কিরগিজস্তান, বাহরাইন, সিরিয়া, ওমান ও ফিলিস্তিনের ক্লাব। এদিকে কিংস স্বাগতিক হওয়ার আবেদন করেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০