স্পোর্টস ডেস্কঃ যুবাদের এশিয়ার নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। অনূর্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে একচেটিয়া আধিপত্যে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা। শুধুমাত্র চ্যাম্পিয়ন নয়, টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারই প্রথমবার এশিয়া কাপ জিতল বাংলাদেশের যুবারা।
আর সেই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় নায়ক আশিকুর রহমান শিবলি। ফাইনালে ১৪৯ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ১টি ছয়ের মারে। চলতি এশিয়া কাপে এটি শিবলির দ্বিতীয় সেঞ্চুরি। আগের চার ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এর মধ্য শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১৬ রানে অপরাজিত ছিলেন। আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৭১ রান করেন তিনি। মাঝে জাপানের বিপক্ষেও খেলেন ৫৫ রানের অনবদ্য এক ইনিংস। তবে সেমি ফাইনালে ভারতের বিপক্ষে রান পাননি। এবার ফাইনালে এসে আরও একটি সেঞ্চুরি হাঁকালেন। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৫ ইনিংসে ১২৬ গড় ও প্রায় ৮৫ স্ট্রাইক রেটে ৩৭৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শিবলি।
আর এমন পারফররম্যান্সের পুরষ্কার পেলেন শিবলি। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। একসাথে দুই পুরষ্কার নিজের নামে করলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post