নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাট করছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে এই ওপেনার পেয়েছেন ফিফটির দেখা। ৫৩ বলে আসে তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি। ৩টি ছয় ও ২টি চারে সাজান ফিফটির এই ইনিংস। যদিও ইনিংসের শুরুটা ধীরগতির ছিল লিটনের।
২১তম ওভারের প্রথম বলে ম্যাথু হামফ্রিসকে শর্ট লেংথে পেয়ে ওয়াইড লং অফ দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেছেন লিটন। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৫৩ বল। একই ওভারে আরেক মাইলফলক স্পর্শ করেছেন এই ওপেনার। ওয়ানডে ক্রিকেটে ২০০০ রানের ঘর ছুঁলেন তিনি।
বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান করলেন লিটন। ৬৫ ইনিংস লেগেছে তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ ফিফটি ছাড়াও ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি আছে ডানহাতি এই ব্যাটারের। সর্বোচ্চ ১৭৬ রান। সিলেটে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন সেই ইনিংসটি।
এর আগে তামিম ইকবালের আউটের পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দারুণ খেলেন লিটন। দুজনের জুটি পঞ্চাশোর্ধ্ব। সুযোগ পেলেই হাঁকান বাউন্ডারি-ওভার বাউন্ডারি। তবে ব্যক্তিগত ৭০ রানে ফিরে যান লিটন। ৭১ বলে ৩ ছক্কা ও ৩ চারে এই ইনিংস সাজান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post