একজন কম নিয়ে খেলা লিভারপুলকে জেতালেন নুনিয়েজ

0
88

স্পোর্টস ডেস্কঃ বদলি নেমে জোড়া গোল, ১০ জনের লিভারপুলকে জেতালেন দারউইন নুনিয়েজ। দ্বিতীয়ার্ধে বদলি নেমে চিত্র পাল্টে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। তাঁর করা জোড়া গোলে নাটকীয় এক জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে অলরেডরা।

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে ১০ জনের লিভারপুলের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত নিউক্যাসল এগিয়ে ছিল ১–০ ব্যবধানে। এরপর চিত্রনাট্য বদলে যায়। এর আগে ২৫তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে লিভারপুল। মাঝমাঠে মোহাম্মদ সালাহর ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে আলিসন বেকারের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন।

তিন মিনিট পর আরেক ধাক্কা খায় সফরকারীরা। বল নিয়ে এগিয়ে যাওয়া নিউক্যাসলের আলেক্সান্দার ইসাককে বক্সের বাইরে পেছনে থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। হারের পথে থাকা অলরেডরা ৮১তম মিনিটে ম্যাচে ফেরে। নিউক্যাসল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিচু কোণাকুণি শটে গোলটি করেন মিনিট চারেক আগে বদলি নামা নুনিয়েজ।

যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন নুনিয়েজ। সালাহর পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। উল্লাসে ফেটে পড়ে লিভারপুলের সমর্থকরা। নিউক্যাসলের বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ক্লপের দল। আজকের রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এল তালিকার শীর্ষ চারে। ৩ পয়েন্টেই আটকে থেকে নিউক্যাসল নেমে গেল ১৩ নম্বরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here