স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপ দলে যুক্ত হলেন এনামুল হক বিজয়। অধিনায়ক সাকিব আল হাসান চোটে ছিটকে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে বিজয়কে। তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাঁকে খেলার অনুমতি দিল। আইসিসির ওয়েবসাইটে বিজয়কে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
ভারতে রওনা দেয়ার আগে বিজয় জানালেন, যেকোনোভাবে অবদান রেখে হলেও বাংলাদেশকে জেতাতে চান তিনি। বিজয় বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’
ওয়ানডে বিজয় বাংলাদেশের হয়ে ২৯.৯৫ গড়ে ১ হাজার ২৫৮ রান করেছেন। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বিজয়। সেবার চোট পেয়ে মাঝ পথেই ছিটকে যেতে হয়েছিল তাকে। এরপর জাতীয় দলেই অনিয়মিত হয়ে পড়েছিলেন এই ওপেনার। সবশেষ গত এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০