একটি টিকিটের জন্য গরম পানি

0
30

স্পোর্টস ডেস্ক: মিরপুরে একটি টিকিটের জন্য কত কষ্টই না করছেন দর্শকরা। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেছেন, ভিজেছেন বৃষ্টিতে। ভোরে বৃষ্টিতে ভেজা কাপড় শুকিয়েছে সকালের রোদে।

লাইনে ধাঁড়াতে ধাক্কা-ধাক্কি থেকে শুরু করে হাতাহাতি সবই হচ্ছে। তবুও দর্শকরা চায় একটা টিকিট। কিন্তুু সামান্য টিকিটের বিপরীতে বিপুল সংখ‌্যক দর্শক। পরিস্তিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বেরসিক পুলিশ সাধারণ ক্রিকেট প্রেমীদের উপর শেষ পর্যন্ত জলকামানের গরম পানিই নিক্ষেপ করলো।

মিরপুর শুক্রবার দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাধারণ দর্শকদের উপর গরম পানি ছেড়েছে পুলিশ। গরম পানিতে ভেজে দর্শকদের জটলা ভেঙ্গেছে।

টিকিট প্রত্যাশী দর্শকদের সরাতে পু‌লিশ ওয়াটার স্প্রে (জল কামান) শুরু ক‌রে। ভঙ্গ হ‌য়ে যায় লাইন। জল কামানে ক্রিকেট পাগল জনতা পিছু হটে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here