একটি ভালো’র প্রত্যাশায় সৌম্য সরকার

0
14

স্পোর্টস ডেস্ক: সৌম্য সরকার। বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যান। সৌম্য সরকারের সেই চেহারাটা আর নেই। সৌম্য যেন কোথায় হারিয়ে গেছেন। সৌম্য সরকার ব্যাটিংয়ে নামলে এখন আর আগের চার-ছক্কার ব্যাটিং দেখা যায় না। সৌম্য যেনো কোথায় হারিয়ে গেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে  সিরিজে অভিষেকের পর ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে সকলের নজর কেড়েছিলেন তরুন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

গতবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ঠিক পূর্বে ইনজুরির কবলে পরেন তিনি। সেখানে ইনজুরি থেকে দলে ফিরলেও ব্যাট হাতের সেই ফর্ম হারিয়ে ফেলেন সৌম্য।

বিপিএলে ব্যাট হাতেও তেমন একটা সফল হননি তিনি। এমনকি চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপেও ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি সৌম্য।

ব্যর্থ ছিলেন আফগানিস্তান সিরিজে, পারেরননি বিসিব একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে। এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে তার জায়গা পাওয়া নিয়ে থেকে যাচ্ছে সংশয়।

সেই সৌম্য সরকার এখনো আশায় আছেন একটি ‘ভালো’ ইনিংসের। একটি ইনিংসই ফিরিয়ে আনবে আগের সৌম্যকে।

নিজেকে আবারো পুরনো সেই চেনা রুপে ফিরিয়ে আনতে অনেক দিন ধরেই ব্যাটিংয়ে বাড়তি সময় দিচ্ছেন। দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছেন সৌম্য সরকার।

নিজেকে ফিরে পেতে আত্মবিশ্বাসী সৌম্য। প্রচুর সময় নিচ্ছেন নেটে। ব্যাটিং কোচ সামারাবীরাও অনুশীলনে বাড়তি নজর দিচ্ছেন তার প্রতি।

সৌম্য চেয়ে আছেন ইংল্যান্ড সিরিজে। ইংল্যান্ড সিরিজে একটি ‘ভালো’ ইনিংসের আশায়। সৌম্য বিশ্বাস করেন, তিনি আবারো ফিরবেন রানে। ব্যাট হাতে মাঠ কাঁপাবেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here