স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দারুণ দল গঠন করে ছুটছে কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে কেকেআর শিবির। তবে দল ভালো করলেও, ভালো করতে পারছেন না মিচেল স্টার্ক। যাচ্ছে-তাই পারফর্ম উপহার দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান পেসার। প্রায় প্রতিটা ম্যাচেই খরুচে বোলিং করছেন, একইসাথে উইকেটও তেমন পাচ্ছেন না।
৭ ম্যাচ খেলে ১১.৪৮ ইকোনোমি রেটে মাত্র ৬ উইকেট শিকার করেছেন। এমন পারফরম্যান্সই বলে দিচ্ছেন, এবারের আইপিএল কতটা বাজে যাচ্ছে এই পেসারের। অথচ আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে প্রায় ২৫ কোটি রুপিতে নিলাম থেকে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। তার এমন পারফরম্যান্সে ভুগছে দলটি।
সবশেষ ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও খরুচে ছিলেন। ৪ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। ইনিংসের শেষ ওভারে যখন জয়ের জন্য ২১ রান প্রয়োজন ব্যাঙ্গালুরুর, হাতে মাত্র দুই উইকেট তখন স্টার্কের করা ওভারে কর্ণ শর্মা তিন ছয় হাঁকিয়ে ম্যাচটা বের করে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত কোনোমতে এক রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।
তবে এমন পারফরম্যান্সের পরও আশা ছেড়ে দিচ্ছে না কলকাতা। দলটির বোলার হরষিত রানা জানিয়েছেন, শেষ ওভারে স্টার্কের নিজেরই পরিকল্পনা ছিল বল করতে আসার। প্রত্যেক বোলারেরই নিজস্ব পরিকল্পনা থাকে। দল স্টার্কের ওপর আস্থা হারাচ্ছে না। একদিন এই পেসার ম্যাচ জেতাবে বলেই বিশ্বাস কলকাতার।
হরষিত রানা বলেন, ‘এটা তারই (মিচেল স্টার্ক) পরিকল্পনা ছিল। প্রতিটা বোলারই কিছু নিজের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সে অনেক উঁচু মাপের বোলার। কোনো একদিন হয়তো সে আমাদের ম্যাচ জেতাবে। আমরা তাকে নিয়ে এত চিন্তিত নই। আমাদের সম্পূর্ণরূপে আস্থা আছে তার ওপর।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post