নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলে সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে খারাপ সময় যাচ্ছিল আফিফ হোসেন ধ্রুবর। ব্যাট হাতে খারাপ করার পাশাপাশি, আলোচনায় এসেছিল আরেকটি বিষয়। দলের একাদশে নিজের পছন্দমতো পজিশন না পাওয়া নিয়ে চাপা ক্ষোভ আছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন আফিফ।
ওয়ানডে দলে থাকলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি আফিফের। আর তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকেই বাদ পড়েছেন। গুঞ্জন, খেলানো হবে না সেই পরিকল্পনা থাকায় ডিপিএলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডারকে। সেখানে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন।
এবার টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হলো আফিফকে। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিকল্পনায় নেই আফিফ। আর তাই জাতীয় দলে এই ফরম্যাটেও জায়গা হারিয়েছেন তিনি।
আফিফ একা নন, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহানও। এই উইকেটরক্ষক ব্যাটার অধিনায়কত্ব করেছেন বাংলাদেশের হয়ে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও, একাদশে জায়গা হয়নি। এবার দল থেকেই বাদ পড়েছেন সোহান।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারকেও। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে আহমরী পারফর্ম ছিল না সোহানের। ইনজুরিতেও পড়েছিলেন। তুলনামূলক অন্যদের পারফম্যান্স ভালো হওয়ায়, এবার জায়গা হারালেন।
সিলেটে ওয়ানডে সিরিজ শেষেই চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। সেখানেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে কুড়ি ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post